বার্ন ইউনিট বাড়ানো যখন সময়ের দাবি

ঢাকা পোষ্ট কাকলী হালদার প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ১২:২৩

যেকোনো দেশের জন্য বার্ন ইউনিট বা ডেডিকেটেড বার্ন হাসপাতাল অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। কারণ আগুনে পোড়া রোগীর চিকিৎসা অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ এবং বিশেষায়িত ক্ষেত্র। সঠিক এবং দ্রুত চিকিৎসা না পেলে বার্ন রোগীর জীবনহানি এমনকি পঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে।


বার্ন ইউনিট পোড়া রোগীদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা যেমন বিশেষায়িত ডাক্তার, নার্স, থেরাপিস্ট, অস্ত্রোপচারের সুবিধা, নিবিড় পরিচর্যা ইউনিট (ICU), অত্যাধুনিক ড্রেসিং সামগ্রী এবং সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা থাকে। উন্নত দেশে বার্ন ইউনিট বা বার্ন হাসপাতাল সাধারণত সে দেশের জনসংখ্যা, দেশের আয়তন, হাসপাতালের দূরত্ব ইত্যাদি মাথায় রেখে মডেল তৈরি করা হয়।


বৃহৎ পরিসরে বা বিস্তীর্ণ বার্ন সেন্টার (Comprehensive Burn Center):


এই ধরনের সেন্টারে সব ধরনের পোড়া রোগীর (যেমন আগুন, তাপ, রাসায়নিক, বিদ্যুৎ, বিকিরণ) চিকিৎসা করা হয়। এখানে জরুরি চিকিৎসা থেকে শুরু করে দীর্ঘমেয়াদি পুনর্বাসন পর্যন্ত সব সুবিধা বিদ্যমান থাকে। এ ধরনের সেন্টারগুলো সাধারণত মেডিকেল কলেজ বা বড় হাসপাতালের সাথে সংযুক্ত থাকে।


আঞ্চলিক বার্ন সেন্টার (Regional Burn Center):


একাধিক হাসপাতাল বা কয়েকটি অঞ্চলের রোগীদের জন্য একটি কেন্দ্রীয় বার্ন সেন্টার থাকে। এটি সাধারণত বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করে এবং জটিল পোড়া রোগীদের এখানে রেফার করা হয়।


পেডিয়াট্রিক বার্ন ইউনিট (Pediatric Burn Unit):


শিশুদের পোড়া রোগের জন্য বিশেষায়িত ইউনিট, যেখানে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের কথা মাথায় রেখে চিকিৎসা ও পরিচর্যা করা হয়।


পুনর্বাসন কেন্দ্রসহ বার্ন ইউনিট (Burn Unit with Rehabilitation Center):


পোড়া রোগীদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, সাইকোলজিক্যাল কাউন্সিলিং ইত্যাদি সুবিধা প্রদান করা হয়।


উন্নত দেশগুলোয় কতগুলো বার্ন ইউনিট বা বার্ন হাসপাতাল আছে তার সঠিক সংখ্যা বলা কঠিন কিন্তু তারা তাদের দেশের আকার, জনসংখ্যা এবং স্বাস্থ্যসেবা কাঠামোর ওপর নির্ভর করে ইউনিটের সংখ্যা নির্ধারণ করে থাকে। তবে উন্নত দেশগুলোয় প্রতিটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় পর্যাপ্ত সংখ্যক বার্ন ইউনিট বা সেন্টার থাকে। উন্নত দেশগুলো বার্ন ইউনিটের সংখ্যা পর্যাপ্ত বা বেশি বিস্তার করার কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও