মানুষ পারবে বয়স থামিয়ে রাখতে
মানুষের বয়স যত বাড়ে, তত বেড়ে যায় রোগ এবং অক্ষমতার ঝুঁকি। প্রাচীনকাল থেকেই অমরত্ব এবং চির যৌবনের ধারণায় মানুষ বিভোর থেকেছে। আধুনিক বিজ্ঞান গবেষণা করে চলেছে মানুষের এই অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। এ বিষয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব
বয়স বাড়ে কেন
বয়স নিয়ে মানুষের ভাবনা সেই প্রাচীনকাল থেকেই। কী করে তারুণ্য ধরে রাখা যায়, এ নিয়ে রয়েছে বিস্তর জল্পনা-কল্পনা। এক সময়ে মানুষের গড় আয়ু ছিল কম। নানারকম কারণে ২০-২৫ বছরের মধ্যেই মানুষের মৃত্যু হতো। ২০২২ সালের এক গবেষণা থেকে জানা যায়, পৃথিবীতে মানুষের গড় আয়ু ৭১ ছুঁয়েছে, যা মানুষের জন্য বড় রকমের সুখবর। কিন্তু পৃথিবী জুড়ে মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ায় যোগ হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত রোগ ও অক্ষমতার ঝুঁকি। ফলে গড় আয়ু বেড়ে যাওয়া পুরো পৃথিবীর জন্য একটি সমস্যা হয়ে উঠছে। মানুষের রোগকে কী করে নির্মূল করা যায় এ নিয়ে চলছে গবেষণা। বিজ্ঞানীরা ভাবছেন, প্রতিটি রোগ আলাদাভাবে চিকিৎসা করার পরিবর্তে, বয়স বৃদ্ধির প্রক্রিয়ার কার্যকর সমাধান জরুরি।
- ট্যাগ:
- লাইফ
- বয়স
- স্বাস্থ্য সেবা