কৈশোরে সন্তানকে ঠিক কতটা স্বাধীনতা দেবেন?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ১১:২৩

সন্তান যখন শৈশব পেরিয়ে কৈশোরে পৌঁছে যায়, তখন নিজের মতো করে চলতে চায়। কিন্তু বাবা-মা অনেক সময় সন্তানের প্রতিটি বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে চান। এতে বাবা-মা ও সন্তানের মধ্যে দূরত্ব তৈরি হয়। 


বিশেষজ্ঞরা মনে করেন, কিশোরদের সবসময় বাঁধনে বেঁধে রাখা উচিত নয়, আবার অতিরিক্ত স্বাধীনতা দিলেও অল্প বয়সে তারা ভুল করতে পারে। তাই কৈশোরে ঠিক কতটা স্বাধীনতা দেওয়া উচিত—সেই ভারসাম্য রক্ষা করা জরুরি। স্বাধীনতা দেওয়ার আগে সন্তানের ধরন ও পরিস্থিতি বিবেচনা করা দরকার। প্রতিটি কিশোর-কিশোরীর বাস্তববোধ ও পরিস্থিতি সামলানোর ক্ষমতা সমান নয়।


জেনে নিন স্বাধীনতা দেওয়ার আগে ঠিক কীভাবে যাচাই করবেন নিজের সন্তানকে


বয়স বিবেচনায় রাখুন : সন্তান যদি ১৫-১৬ বছরের হয়, তবে তাকে রাতে একা বাইরে যাওয়া বা লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অনুমতি দেবেন না। বোঝান, এর জন্য আরও কিছু বছর অপেক্ষা করতে হবে।


নিয়ম করুন : কখন বাড়ি থেকে বের হবে, কখন ফিরবে, কতক্ষণ বন্ধুদের সঙ্গে সময় কাটাবে—এসব বিষয়ে খোলাখুলি কথা বলে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও