
বয়স্কদের শরীরে তরুণ রক্ত দিলে কমতে পারে ত্বকের বয়স!
তরুণদের রক্ত গ্রহণ করে বয়স্কদের পুনরুজ্জীবিত করার ধারণা বিজ্ঞানীদের মধ্যে ক্রমেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, তরুণদের রক্ত বয়স্কদের শরীরে সঞ্চারিত করলে ত্বকের বয়স কমানো সম্ভব হতে পারে। বিজ্ঞানীরা মনে করেন, তরুণের রক্তে এমন কিছু উপাদান থাকে যা ত্বকের কোষের পুনরুজ্জীবন ঘটাতে সাহায্য করে, যার ফলে ত্বক আরও মসৃণ এবং টানটান দেখায়। এই গবেষণাটি মানুষের বার্ধক্য রোধে নতুন পথ খুলে দিতে পারে।
বিজ্ঞানীদের দাবি, রূপচর্চা করে, নিয়মিত যত্ন নিয়ে ত্বককে বেশি সময়ের জন্য সতেজ রাখা যায়। কিন্তু বয়স ঠেকানো যায় না! তবে বিজ্ঞানসম্মতভাবে ত্বকের কোষগুলোর বয়স কমিয়ে আনার কৌশল বের করা গেছে বলে তাদের দাবি। সম্প্রতি একটি গবেষণায় তেমন ইঙ্গিতই পেয়েছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি জার্মানির বেইয়ের্সডর্ফ এজি সংস্থার বিজ্ঞানীরা, গবেষণাগারে মানুষের ত্বকের মডেল তৈরি করে একটি পরীক্ষায় নেন। সেই ত্বকের কোষগুলোতে প্রবেশ করানো হয় তরুণ রক্তের সিরাম (রক্তরস)। প্রাথমিকভাবে এতে ত্বকের কোষে কোনো প্রভাব ফেলে না, কিন্তু হাড়ের অস্থিমজ্জা কোষ (বোন ম্যারো সেল) যুক্ত করা হলে ত্বকের কোষে বয়স কমার লক্ষণ দেখা দিয়েছে। এ থেকে বিজ্ঞানীরা মনে করছেন, অস্থিমজ্জা কোষের সঙ্গে তরুণ রক্তের সিরাম বিশেষ পদ্ধতিতে সংযুক্ত হয়। তাতে কোষের বয়স কমার অনুকূল পরিস্থিতি তৈরি হয়।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের স্বাস্থ্যরক্ষা
- ত্বকের যত্ন