
রাশিফল: এ সপ্তাহে কার মন রেডিও চ্যানেলের মতো মুহূর্তে মুহূর্তে ফ্রিকোয়েন্সি বদলাবে
প্রথম আলো
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ০৯:১২
এ সপ্তাহের রাশিফল (১৬–২২ আগস্ট ২০২৫)
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল)
সপ্তাহটা যেন আপনার জন্য একেবারে ‘অ্যাকশন মুভি’—শুরুতেই কিছু নতুন চ্যালেঞ্জ আপনার দিকে ছুটে আসবে আর আপনি সেই হিরোর মতো দৃঢ় মনোভাব নিয়ে একে একে সব সামলে ফেলবেন। আপনার সিদ্ধান্তগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে জেদি শক্তি আপনার আছে, সেটাই হবে গোপন অস্ত্র। টাকাপয়সার দিক থেকে হঠাৎ করে কোনো সুখবর আসতে পারে, মনে হবে যেন মানিব্যাগে অচেনা অতিথি এসে ঢুকে পড়েছে। ব্যক্তিগত সম্পর্কে কিন্তু একটু নাটকীয় মোড় আসতে পারে; ভুল–বোঝাবুঝিতে যেন গল্পের খলনায়ক না হন, তাই কথাবার্তায় মিষ্টতা ও সাবধানতা দুটোই রাখুন। আর হ্যাঁ, কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ওপর অবশেষে পাদপ্রদীপের আলো পড়তে যাচ্ছে।
- ট্যাগ:
- লাইফ
- রাশিফল
- আজকের রাশিফল
- দৈনিক রাশিফল