নাম-পরিচয়হীন শিশুর অভিভাবকত্ব দিতে হচ্ছে আইন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ২১:১০

নাম-পরিচয়হীন ও পরিত‌্যাগ করা শিশুদের অধিকার রক্ষায় একটি আইন করতে যাচ্ছে সরকার। এসব শিশুর অভিভাবকত্ব দেওয়ার মাধ‌্যমে তাদের বেঁচে থাকা, বিকাশ ও সুরক্ষায় ‘পরিত্যাগকৃত শিশুর অধিকার সুরক্ষা আইন, ২০২৫’ এর খসড়া করেছে সমাজকল‌্যাণ মন্ত্রণালয়।


খসড়া অনুযায়ী, কোনো নারী অনিচ্ছাকৃত গর্ভধারণে জন্ম নেওয়া সন্তান স্বেচ্ছায় পরিত্যাগ করতে পারবেন। পাঁচ বছরের কম বয়সী বৈধ দাবিদারহীন শিশু এবং অনিচ্ছাকৃত গর্ভধারণে জন্ম নেওয়া সন্তান স্বেচ্ছায় পরিত্যাগ করা হলে তা ‘পরিত্যাগকৃত শিশু’ হিসেবে গণ‌্য হবে।


সমাজকল‌্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশে বিভিন্ন কারণে পরিত্যাগ করা শিশুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ১৮৯০ সালের দ‌্য গার্ডিয়ানস অ‌্যাক্ট অ‌্যান্ড ওয়ার্ডস অ‌্যাক্টের কোনো ধারায় পরিত্যাগ করা শিশুর অভিভাবকত্বের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। জাতিসংঘ শিশু অধিকার সনদে বাংলাদেশ পক্ষভুক্ত হয়েছে এবং সেটা অনুসারে প্রতিটি মানবসন্তানের বেঁচে থাকা, বিকাশ ও সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।


সব শিশুর পারিবারিক পরিবেশে বেড়ে ওঠার বিষয়ে রাষ্ট্রের অঙ্গীকার রয়েছে। তাই পরিত্যাগ করা শিশুর অভিভাবকত্ব দিতে এ আইন করা হয়েছে বলে জানিয়েছেন তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও