শহিদ আসাদকে যে কারণে স্মরণে রাখতে হবে
আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি। ২০ জানুয়ারি সোমবার পালিত হবে শহিদ আসাদ দিবস। আমাদের প্রজন্মের কাছে শহিদ আসাদ একটি অত্যন্ত পরিচিত নাম। কিন্তু বর্তমানের কিশোর ও তরুণরা শহিদ আসাদকে কতটুকু জানে, তা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। বিগত সাড়ে তিন দশকে যে প্রজন্ম সামনে এসেছে, তাদের অনেকেই এক ধরনের বিরাজনীতিকরণের মধ্য দিয়ে গেছে। আমাদের মতো প্রবীণরা মনে করতাম এরা সমাজ, রাজনীতি ও দেশ নিয়ে কিছু ভাবতে চায় না।
অনেক তরুণকে বলতে শুনেছি, ‘I hate politics.’ আমরা যারা ভাষা আন্দোলন দেখেছি, ’৬২-তে আইয়ুববিরোধী আন্দোলন ও শিক্ষা আন্দোলন দেখেছি, ’৬৯-এর গণ-অভ্যুত্থান দেখেছি এবং ’৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গেছি, তাদের কাছে আমাদের উত্তরসূরি বর্তমানকালের যুবক, তরুণ ও কিশোরদের মধ্যে দেশ ভাবনার অভাব দেখে দুঃখ পেতাম। আমাদের সেই দুঃখের অবসান ঘটিয়েছে ২০২৪-এর জুলাই-আগস্টের মহাঅভ্যুত্থানে ছাত্র-জনতার অকাতরে আত্মাহুতি দানে। শত-সহস্র শিশু, কিশোর, তরুণ ও যুবক এ অভ্যুত্থানে অকাতরে রক্ত ঢেলে দিয়েছে। এ অভ্যুত্থানের মধ্য দিয়ে বের হয়ে এসেছে এক তরুণ নেতৃত্ব, যারা বাগ্মিতা ও চিন্তায় অনেক অগ্রসর। তারা আমাদের ধারণাকে ভুল প্রমাণ করেছে।