ট্রাম্প ২.০ সম্পর্কে যা ধারণা করা যায়
সাবেক জ্যেষ্ঠ নির্বাহী, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা আমেরিকার প্রভাবশালী দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থার বিশাল ঘাটতি সত্ত্বেও অনেকেই ভেবেছিলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার জয় একটি বিচ্যুতি। তারপর অবশ্য ট্রাম্পের দ্বিতীয় বিজয় বা যাকে ট্রাম্প-২.০ বলা হচ্ছে, সেই নির্বাচন একটি বিষয় নিশ্চিত করে বুঝিয়ে দিয়ে গেল যে ট্রাম্পের প্রথম দফার জয় কোনো অপ্রত্যাশিত ঘটনা ছিল না। এখন তিনি আরেকবার রাজ্যাভিষেকের পথে।
তবু আমেরিকার অনেক মানুষ আসলে আশা করছেন যে তিনি সত্যিই ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন এবং আমেরিকাকে ভেঙে না ফেলে এই দ্বিদলীয় কাঠামোকে ধ্বংস করে ফেলতে পারবেন।
ট্রাম্প ২.০ দিয়ে আসলেই কি সম্ভব
অনেকের কাছে অসম্ভব মনে হলেও আসন্ন ট্রাম্প ২.০ প্রশাসনের কাছে ফেডারেল সরকার, প্রশাসনিক রাষ্ট্রকাঠামো, ‘ডিপ স্টেট’-এর সংস্কার করার এবং আমেরিকায় জনগণের জন্য, জনগণের দ্বারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে পুনঃপ্রতিষ্ঠা করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আর কোনো প্রক্রিয়ায় ব্যাঘাত না ঘটিয়ে বা ভেঙে না ফেলে এটা সম্ভব।