মিয়ানমারে বিদ্রোহীরা জিততে চলেছে—কতটা সত্যি, কতটা কল্পনা
সামরিক অভ্যুত্থান–পরবর্তী মিয়ানমার যখন চতুর্থ বছরে পা দিতে চলেছে, তখন বিদ্রোহীদের আসন্ন বিজয়ের দাবি চারদিক থেকে উঠছে ব্যাপকভাবে।
আরাকান আর্মি (এএ) ও কাচিন ইনডিপেডেন্স আর্মি (কেআইএ) রাখাইন ও কাচিন রাজ্যে যুদ্ধক্ষেত্রে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। এর আগে গত বছরের আগস্টে থ্রি ব্রাদারহুড আলায়েন্স (থ্রি বিএ) উত্তর শান রাজ্যের রাজধানী লাশিহোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সশস্ত্র আক্রমণের মুখে জান্তার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল (এসএসি) পরিষ্কারভাবে পিছু হটছে।
এ মাসের প্রথমদিকে নির্বাসিত জান্তাবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) প্রতিরক্ষা মন্ত্রণালয় গত এক বছরের সামরিক অগ্রগতির একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম নজরে দেখলে, প্রতিবেদনটিকে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের চমকপ্রদ ঘটনাপঞ্জি বলে মনে হবে। তর্কাতীতভাবে মনে হবে, অভ্যুত্থানের মাধ্যমে আসা একটি সরকারের বিরুদ্ধে তারা জয়ী হতে চলেছে। কিন্তু এই দাবি বহুমাত্রিক বিশ্লেষণের দাবি রাখে।
- ট্যাগ:
- মতামত
- বিদ্রোহী
- বিদ্রোহীদের দখল