শিক্ষাক্রমের পথিকৃৎ

যুগান্তর ড. আবদুস সাত্তার মোল্লা প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:১০

কোনো স্তরের শিক্ষার উদ্দেশ্য, সে উদ্দেশ্য অর্জনের জন্য বিষয়বস্তু, সে বিষয়বস্তু পঠন-পাঠনের কৌশল এবং শিক্ষার্থীরা শিখনের কতটা অর্জন করতে পারল, তা মূল্যায়নের সার্বিক পরিকল্পনাকে বলা হয় শিক্ষাক্রম। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত চারবার ১ম-১২শ শ্রেণির জাতীয় শিক্ষাক্রম তৈরি ও পরিমার্জন করা হয়েছে। সবকটিরই প্রধান দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মুহাম্মদ আবদুল জব্বার।


তাই তিনি বাংলাদেশ শিক্ষাক্রমের পথিকৃৎ বা গুরু। এমএ জব্বার ১৯৩১ সালের ১ ফেব্রুয়ারি ময়মনসিংহ শহরের সানকিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে ১৯৪৭ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে আনন্দ মোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন; দুটিতেই প্রথম বিভাগে। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রসায়ন বিভাগের অনার্স কোর্সে; বিএসসি (অনার্স) পাশ করেন ১৯৫২ সালে, এমএসসি ১৯৫৩ সালে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও