নতুন ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
বর্তমানে মিয়ানমারের রাখাইন এলাকা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দখলে। ২০২৩ সালের নভেম্বর থেকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে রাখাইনের ১৭টি শহরের ভেতর ১৪টি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে আরাকান আর্মি দাবি করছে। দখল করা শহরের মধ্যে বাংলাদেশের সীমান্তসংলগ্ন মংডু, বুথিডাং এবং চিন রাজ্যের পালেতোয়া শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। যদিও পালেতোয়ার সঙ্গে ভারতেরও সীমান্ত রয়েছে। এই তিনটি শহর দখলে নেওয়ার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে।
আরাকান আর্মি প্রচণ্ড লড়াই শেষে ২০ ডিসেম্বর আন শহরে অবস্থিত জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় সামরিক সদর দপ্তরও দখলে নেয়। ফলে যুদ্ধরত বিদ্রোহ গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারাল মিয়ানমার সামরিক জান্তা। মিয়ানমারের জান্তা আগের মতো আর ক্ষমতাধর নেই। বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে জান্তা বাহিনী এখন কোণঠাসা। তবে সীমান্ত অঞ্চল ও রাজ্যের অধিকাংশ শহরের নিয়ন্ত্রণ হারালেও রাখাইনের রাজধানী আকিয়াব, মুনাং ও কাইয়াকফু এখনো নিজেদের দখলে রেখেছে জান্তা। এই তিনটি শহরই অর্থনৈতিকভাবে রাখাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। সামরিক জান্তা এখন আকিয়াব দখলে রাখার চেষ্টা করছে। আকিয়াবের পার্শ্ববর্তী নদীপথগুলো বন্ধ রেখে ছোট ও মাঝারি শক্তির যুদ্ধজাহাজ দিয়ে এ শহরটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- আরাকান আর্মি
- ভূরাজনৈতিক অবস্থান