আশা-নিরাশার দোলাচলে নতুন বছর
১ জানুয়ারি বুধবার ২০২৫ আমরা ঈসাই নতুন বছরকে সম্ভাষণ করেছি। এর আগে ৩১ জানুয়ারি রাতে পুরোনো বছরকে বিদায় জানিয়েছি এবং রাত ১২টা ১ মিনিটে নতুন বছরের শুভ সূচনা প্রত্যক্ষ করেছি। আমাদের জীবন থেকে একটি বছর হারিয়ে গেল, আলিঙ্গন করলাম একটি নতুন বছরকে। যে বছরটি চলে গেল, সেটা ছিল অনেক দুঃখ-বেদনা এবং আনন্দেরও বটে। বিদায়ি বছরের ৭ জানুয়ারি এদেশে ডামি নির্বাচন হয়েছিল।
ভোটাররা ভোট দিতে পারেনি। এই অভিজ্ঞতা শুধু বিগত বছরের ৭ জানুয়ারিতে সীমাবদ্ধ নয়, এর আগেও যে দুটি সাধারণ নির্বাচন হয়েছিল, সেসব নির্বাচনেও জনগণ ভোট দিতে পারেনি। বহুবার কাটাছেঁড়া করা আমাদের সংবিধানে লেখা আছে রাষ্ট্রের মালিক জনগণ। কিন্তু ২০২৪-এর ৫ আগস্টের পূর্ববর্তী সাড়ে ১৫ বছর জনগণ এ মালিকানা ভোগ করতে পারেনি। জনগণ হয়েছিল ভোটাধিকারবঞ্চিত, রাষ্ট্রের ওপর মালিকানাবঞ্চিত এবং সর্বোপরি সভ্যসমাজের নাগরিকরা যেসব মানবিক অধিকার ভোগ করে, সেসব অধিকার থেকে বঞ্চিত। বঞ্চিত জনগোষ্ঠী চরম নির্যাতন নিষ্পেষণে আশাহীন, ভাষাহীন হয়ে পড়েছিল। একটির পর একটি আন্দোলন-সংগ্রাম নিষ্ঠুর দমনাভিযানে পণ্ড করে দেওয়া হয়েছে। জনগণ চরম হতাশার তিমিরে নিমজ্জিত হয়ে পড়েছিল। মনে হয়েছিল এ রাত পোহাবে না, নেই কোনো আশা-ভরসা।