৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ জন সচিবালয়ে, আবারও অন্তর্ভুক্তির দাবি
প্রথম আলো
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:০৬
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে তাঁরা কেন বাদ পড়েছেন—তা জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখছেন তাঁরা। এ ছাড়া প্রজ্ঞাপনে আবারও তাঁরা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। আজ বুধবার তাঁরা সচিবালয়ের সামনে জড়ো হন। ৪৩তম বিসিএসের দ্বিতীয় প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন।
নাম প্রকাশ না করার শর্তে বাদ পড়া একজন প্রথম আলোকে বলেন, ‘কষ্ট করে টিউশনি করে, নিয়মিত পড়ালেখা করে চার বছর পর পিএসসির সুপারিশ পেলাম। নতুন চাকরিতে জয়েন করার আনন্দে আমরা ছিলাম। কিন্তু দেখি গেজেট থেকে বাদ পড়েছি। আমরা বাদ পড়ার কোনো কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় উল্লেখ করেনি।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিসিএস
- চাকরি প্রার্থী