কালের পরিক্রমায় গ্রেগরিয়ান ক্যালেন্ডার
ফ্যাসিবাদের অর্গল ভেঙে পরিবর্তিত নতুন বাংলাদেশে এসেছে নতুন বছর। পুরোনোকে পেছনে ফেলে নতুনকে স্বাগত জানানোর উৎসবকেই নববর্ষ হিসাবে পালন করা হয় সারা বিশ্বে। নতুনের প্রতি মানুষের সবসময়ই থাকে বিশেষ আগ্রহ। কালের পরিক্রমায় নতুনের মধ্যেই নিহিত থাকে অমিত সম্ভাবনা। সে সম্ভাবনাকে বাস্তবে রূপায়ণ করার সুযোগ করে দিতে আসে নতুন বছর। আমরা সাধারণত যাকে ইংরেজি সাল বা খ্রিষ্টাব্দ বলে থাকি, আসলে তা গ্রেগরিয়ান ক্যালেন্ডার। দেশ, জাতি ও সংস্কৃতিভেদে প্রত্যেকের আলাদা বর্ষপঞ্জি রয়েছে।
তবে একমাত্র গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডার মেনেই চলে বিশ্ববাসীর প্রায় সব হিসাবনিকাশ ও দৈনন্দিন কর্মকাণ্ড। বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশে উৎসবের আমেজে সাড়ম্বরে ১ জানুয়ারি নববর্ষ হিসাবে পালিত হয়। তবে বহুকাল থেকেই পৃথিবীর বিভিন্ন জাতি তাদের নিজ নিজ ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ পালন করে থাকে।
- ট্যাগ:
- মতামত
- ক্যালেন্ডার