আজ ২৯ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।


মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আজ দিন ভালো কাটবে। আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে ব্যয় সম্পর্কে সতর্ক থাকতে হবে। পারিপার্শ্বিক অবস্থানুসারে নতুন উদ্যোগ নিতে পারেন।


বৃষ (২১ এপ্রিল-২০ মে): কর্মক্ষেত্রে মন্দাভাব কেটে যাবে।

ঋণ পরিশোধের সম্ভাবনা আছে। প্রিয়জনের শরীর ভালো যাবে না। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রাখুন। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।


মিথুন (২১ মে-২০ জুন): কোনো সংবাদে উৎসাহিত হবেন। ব্যক্তিগত বিষয়ে স্বস্তি আসবে। সঠিক বুদ্ধির অভাবে সুযোগ কাজে না-ও লাগতে পারে। অংশীদারি কাজে বুঝেশুনে এগোবেন। পরিকল্পনা বাস্তবায়নে মাথা ঠাণ্ডা রাখুন।


কর্কট (২১ জুন-২০ জুলাই): কর্মপ্রার্থীদের উন্নতির পথ খুলবে। তবে নিয়মিত কাজে বাধা আসতে পারে। আপনার উদারতার সুযোগে কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিপর্যয় মোকাবেলায় পরিকল্পনা গ্রহণ করতে হবে। মন ভালো রাখুন।


সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। কাজকর্মে প্রসার লাভ হবে। আয় বাড়বে। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। আর্থিক বিনিয়োগ শুভ। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।


কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি হবে। প্রত্যাশিত কাজে জ কিছু অগ্রগতি আশা করা যায়। পরিবারের সদস্যদের নিয়ে চিন্তিত থাকতে পারেন। দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন। চিন্তা ও কাজে গতিশীলতা বাড়াতে হবে।



তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): নতুন যোগাযোগের পরিবেশ অনুকূলে। সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি হবে। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফের কাজগুলো করুন। স্পর্শকাতর বিষয়ে ধৈর্য ধরুন।


বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): শুভ কর্ম দিয়ে দিনটি শুরু হবে। অর্থাগমের সুযোগ আসতে পারে। কাজে উৎসাহ বৃদ্ধি পাবে। পরিকল্পনা বাস্তবায়নের পথ হবে। আপনি স্বাভাবিকের চেয়ে অনেক ভালো পরামর্শ দিতে সক্ষম হবেন।


ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): ভালো কাজের সুযোগ আসবে। সার্বিকভাবে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। নিজের বুদ্ধিতে কর্মস্থলে উন্নতি হতে পারে। নিজ দক্ষতায় সব কিছু নিয়ন্ত্রণে রাখুন। অনুকূল পরিস্থিতির সদ্ব্যবহার করুন।


মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): উপার্জন হলেও আর্থিক চাপ থাকবে। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মপদ্ধতি পরিবর্তনের মাধ্যমে সফলকাম হওয়ার চেষ্টা করুন।


কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কোনো প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ব্যবসায় আশানুরূপ আয়ের সম্ভাবনা আছে। বন্ধুর সহযোগিতায় কাজে সফলতা পেতে পারেন। বুদ্ধিমত্তার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করুন। আপনার শক্তি ও উদ্যম অনুকূলে ফলাফল দেবে।


মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন। প্রয়োজনীয় কাজে গতি আসবে। বাড়তি আয়ের সুযোগ আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন। মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও