নতুন বছরে নিজের উন্নতি চাইলে এই ৭টি ভুল করবেন না

প্রথম আলো প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৬

১. অযথা সময় নষ্ট


নতুন বছর মানে নতুন উদ্দীপনা ও নতুন পরিকল্পনা। কিন্তু অনেকেই কিছুদিন পর এসব পরিকল্পনা থেকে সরে আসেন। এর অন্যতম কারণগুলোর একটি মূল্যবান সময় নষ্ট করা। তাই নতুন বছরে গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার দিকে মনোযোগ দিন। বছরের শুরুতে ৩৬৫ দিনের পরিকল্পনা না করে প্রতিটি দিনের শুরুতে পরিকল্পনা করুন এবং সে অনুযায়ী কাজ করুন, সুফল পাবেন।


২. অতিরিক্ত প্রত্যাশা


বছরের শুরুতে আমরা অনেক সময় নিজের কাছে অযথা বড় প্রত্যাশা তৈরি করে ফেলি। মনে মনে হয়তো অনেকে বলি, ‘এ বছর সব অর্জন করব’। কিন্তু শেষমেশ এমন পরিকল্পনা স্রেফ ‘হেন করেঙ্গা তেন করেঙ্গা’র মতোই হয়ে যায়, অর্থাৎ কাজের কাজ কিছুই হয় না, কেবল নিজের কাঁধে জমতে থাকে বাড়তি প্রত্যাশার চাপ। তাই বছরের শুরুতে আকাশকুসুম পরিকল্পনা না করাই ভালো। লক্ষ্য স্থির করার সময় নিশ্চিত করুন যে তা স্পষ্ট, নির্দিষ্ট ও বাস্তবসম্মত। যেমন ‘ওজন কমাব’ বলার চেয়ে বলুন, ‘প্রতি সপ্তাহে ১ কেজি ওজন কমানোর জন্য কাজ করব’। মোটকথা, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন এবং ছোট পদক্ষেপে এগিয়ে যান। বড় লক্ষ্য স্থির করে সে অনুযায়ী কাজ না করলে কেবল হতাশাই হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও