বর্ষা চলে গেছে, তবে কিছু সমস্যাও রেখে গেছে কারও কারও ঘরে। বর্ষার আর্দ্র দিনগুলো শেষে হয়তো আলমারি বা ড্রয়ার খুলে দেখলেন, চামড়ার জিনিসে ছত্রাক পড়েছে, সঙ্গে দেখা দিয়েছে একদম ছোট ছোট সাদা রঙের পোকা। ভয় পাওয়ার কিছু নেই। এরা আসলে বুকলাইস নামের ক্ষুদ্র কীট, যাদের খাদ্যই হলো ছত্রাক বা মোল্ড। এরা সাধারণত জিনিসের ক্ষতি করে না, তবে বিরক্তিকর।
কেন হয়
আর্দ্রতা জমলে কাপড়, কাগজ, চামড়া কিংবা কাঠে ছত্রাক জন্মায়। আর সেই ছত্রাক খেতেই ভিড় জমায় বুকলাইস। ইলেকট্রনিক যন্ত্রেও ঢুকে পড়তে পারে, তবে তেমন ক্ষতি করে না।