রূপচর্চায় প্রযুক্তির ছোঁয়া
কালের কণ্ঠ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮
রূপচর্চা চর্চা আর নারী, এ দুই যেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। সেই প্রাচীনকাল থেকেই রূপচর্চার প্রতি নারীর আকর্ষণ এবং তার যথাযথ চর্চা সর্বত্রই বিরাজমান। সময়ের বিবর্তনে নারীরা আরো শৌখিন হয়েছেন রূপচর্চায়। এখন তো রূপচর্চায়ও লেগে গেছে প্রযুক্তির ছোঁয়া।
রূপচর্চার অ্যাপ, মেটালিক মেকআপ, ফুলের রঙের মেকআপ—এমন নানা নিরীক্ষা দেখা গেছে এ বছর। এই বছরের সাজের জনপ্রিয় ধারা সম্পর্কে জানাচ্ছেন অলকানন্দা রায়
প্রযুক্তির ছোঁয়ায় নতুন দিগন্ত
২০২৪-এ সৌন্দর্য জগতে আলোড়ন তুলেছে প্রযুক্তিপণ্য। পার্লারগুলোতে রূপচর্চায় ব্যবহৃত প্রযুক্তিপণ্যের ব্যবহার বেড়েছে। ভার্চুয়াল মেকআপ ট্রাই-অন এবং ব্যক্তিগত সাজের পরামর্শ দিয়েছে এআইচালিত বিভিন্ন অ্যাপ্লিকেশন।