শিক্ষা প্রশাসনে অস্থিরতা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩

বদলি-পদায়নসহ নানা ক্ষেত্রে স্থবিরতায় শিক্ষা প্রশাসনে এখন অস্থিরতা বিরাজ করছে। ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় গতি আসছে না। দেড় শতাধিক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় মাঠ পর্যায়ে শিক্ষার তদারকি কার্যক্রম ব্যাহত হচ্ছে।


এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে বিসিএস শিক্ষা ক্যাডারকে কাঠামোর বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে।

তা প্রত্যাখ্যান করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে তারা ১৫ দফা দাবি জানিয়ে বলেছে, এ ব্যাপারে সুস্পষ্ট অগ্রগতি না হলে ৩১ ডিসেম্বর তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। এতে পুরো শিক্ষা ক্যাডারেই অস্থিরতা আরো বাড়তে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।


বিসিএস ক্যাডার কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বড় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার।


তাদের অধীনে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা পাঁচ লাখের বেশি। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ পদত্যাগ করেন। এরপর মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক এ বি এম রেজাউল করীমকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি তাঁকে চলতি দায়িত্বও দেওয়া হয়েছে। তিনি গত সরকারের আমলে অন্যতম সুবিধাভোগী কর্মকর্তা হওয়ায় তাঁর আদেশ-নির্দেশ মানতে চান না অন্য কর্মকর্তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও