
কাজ শেষ না করেই ‘সফট ওপেনিংয়ে’ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর
দুই বছর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে বেশ তড়িঘড়ি করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ‘সফট ওপেনিং’ করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তখন বলা হয়েছিল, মাস ছয়ের মধ্যে এই টার্মিনাল থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে। যদিও এখন পর্যন্ত ওই টার্মিনালের অবকাঠামো নির্মাণকাজ শেষ হয়নি। ফ্লাইট পরিচালনারও কোনো খবর নেই।
ঠিক একইভাবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরেরও ‘সফট ওপেনিং’ করতে যাচ্ছে বেবিচক। এজন্য তারা আগামী ২ অক্টোবর দিনক্ষণ ঠিক করেছে। এরই মধ্যে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য দুটি এয়ারলাইন্সকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। এছাড়া মর্যাদা পেতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাকে (আইকাও) চিঠি দিয়েছে বেবিচক। কোনো উড়োজাহাজ সংস্থা আদৌ ফ্লাইট পরিচালনা করবে কি না সেটা নিশ্চিত না হয়েই উদ্বোধন হচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিমানবন্দর