গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে কী কথা হয়েছিল তৌহিদ আফ্রিদির

প্রথম আলো প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ১২:৩৫

গতকাল রোববার বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। রাতেই তাঁকে ঢাকায় আনা হয়। আজ সোমবার তাঁকে আদালতে তোলা হবে।
আজ সকালে সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার ১১ নম্বর আসামি আফ্রিদি। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে ঢাকায় আনা হয়। তিনি এখন সিআইডির হেফাজতে আছেন। আজই তাঁকে আদালতে তোলা হবে।’


এদিকে আফ্রিদিকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। যেখানে তাঁর স্ত্রীকেও দেখা যায়। গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, ‘আমি শুধু ভয় পাচ্ছিলাম। কারণ, আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও