কার নির্দেশে ডিবি থেকে ছাড়া পেলেন হামিদুর?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯

চট্টগ্রামের শ্রমিক লীগ নেতা হামিদুর রহমান। কাগজে-কলমে তিনি জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলার অন্যতম আসামি তিনি। এজাহারভুক্ত এ আসামিকে ১৭ ডিসেম্বর দুপুরে আগ্রাবাদে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কার্যালয় থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।


এদিকে আটকের পর নগর যুবদলের কয়েকজন নেতা তার বিস্তারিত পরিচয় ডিবিতে উপস্থাপন করেন। এতে উল্লেখ করা হয়, হামিদুর রহমান চট্টগ্রাম আইন কলেজে পড়ার সময় ছাত্রদলের লোক ছিলেন। নগর যুবদলের কয়েকজন নেতা তাকে ছাড়ানোর যাবতীয় ব্যবস্থা করেন। এ কাজে তাদের সহায়তা করেন মহানগর ডিবির বন্দর ও পশ্চিম জোনের উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার এক কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পরামর্শমূলক ভিডিও দিয়ে ভাইরাল হওয়া এ কর্মকর্তা ডিবি ডিসির (উপ-কমিশনার) ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত। ওই ইউনিটে কর্মরত একাধিক কর্মকর্তা ডিসির সঙ্গে এ কর্মকর্তার বিশেষ সখ্যতার বিষয়টি নিশ্চিত করেছেন।


ডিবির এক কর্মকর্তা এ প্রতিবেদককে জানিয়েছেন, শ্রমিক লীগ নেতাকে আটকের পর ডিবিতে যুবদল নেতাসহ কয়েকজনের সঙ্গে বিভিন্ন প্রক্রিয়ায় যোগাযোগ করেন ওই এসআই। ডিবিতে তিনি ডিসি স্যারের ক্যাশিয়ার হিসেবে পরিচিত। একটি নির্দিষ্ট অঙ্কের লেনদেন এবং ছাত্রদলের সাবেক লোক পরিচয়ে হামিদুরকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও