জনপ্রশাসন ঠিক হোক, তা ভেতরের লোকজনই চায় কি

প্রথম আলো সুবাইল বিন আলম প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৬

আমাদের জনপ্রশাসনের ব্যক্তিবর্গ নিজেদের একটা কুলীন শ্রেণিতে নিয়ে গেছে বললে ভুল হবে না। তাঁদের মধ্যে অনেকে আছেন যাঁরা কারও থেকে কিছু শিখতে বা শুনতে আগ্রহী হন না। সেই ব্রিটিশ আমলের সংস্করণেই যেন তাঁরা চলতে চান।


নিজের একটি অভিজ্ঞতার কথা বলি, একবার সচিবালয়ের এক উপসচিবের কাছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদমর্যাদার কর্মকর্তাসহ একটা ফাইল নিয়ে যাই। তাঁর কাজ শুধু ফাইলটি ফরোয়ার্ড করা। উপসচিবের কথা ছিল, রেখে যান ফাইল, তিন দিন পর আসেন। যখন বললাম, স্যার, এটা খুব গুরুত্বপূর্ণ। তাঁর কথা ছিল, আমি যদি সঙ্গে সঙ্গে স্বাক্ষর করে দিই, সবাই তো মনে করবে আমার হাতে কাজ নেই। এরপর যখন যাই, ফাইল আর খুঁজে পাওয়া যায় না। পিয়নকে টাকা দিয়ে সেই ফাইল উদ্ধার করতে হয়েছিল। আমি নিশ্চিত এমন অভিজ্ঞতা আরও অনেকেরই রয়েছে।


আমি এখনো জানি না, কেন একটা চিঠি জমা দিলে তা নিচ থেকে ওপরে সবার স্বাক্ষর নিয়ে উঠে আবার ওপর থেকে নিচের ডেস্কেই আসে, মাঝে চার থেকে পাঁচটি দিন হারিয়ে যায়?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও