বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই
সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্রে দেশের আর্থিক খাতের ভয়াবহ চিত্র উঠে এসেছে। এতে বলা হয়েছে, গত ১৫ বছরে দেশ থেকে অবৈধ উপায়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। কদর্য পন্থায় ঋণ প্রদান এবং খেলাপির আড়ালে ব্যাংক ব্যবস্থাসহ আর্থিক খাতের চরম অব্যবস্থাপনা অর্থনীতিকে প্রায় পঙ্গু করে ফেলেছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অস্বাভাবিক মূল্যস্ফীতিতে আর্থসামাজিক পরিস্থিতি নাজুক অবস্থায় নিপতিত হয়। বিগত সরকারের আমলে নানামুখী উন্নয়নের গালগল্পের মাঝে সরকারি সংস্থাগুলোর প্রতিবেদনে প্রকৃত চিত্র উঠে আসেনি। মিথ্যার বেসাতি মূলত বাজার ব্যবস্থার আরও ক্ষতি করেছে। সচেতন জনগণ সম্যক উপলব্ধি করতে পারলেও দমন-পীড়নের ভয়ে তা প্রকাশ করতে অপারগ ছিল।
- ট্যাগ:
- মতামত
- বিদেশি বিনিয়োগ