ভারতের এত লোক কেন যুক্তরাষ্ট্রে অবৈধ পথে ঢুকছে

প্রথম আলো শশী থারুর প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাখ লাখ অবৈধ অভিবাসীকে তাঁর দেশ থেকে বের করে দেবেন বলে হুংকার দেন, তখন হয়তো সেই অভিবাসী হিসেবে ভারতীয়দের কথা প্রথমে মনে আসে না। কিন্তু যে অস্বস্তিকর বাস্তবতা এখন ভারতীয়রা উপলব্ধি করছেন, তা হলো, আমাদের দেশের বহু মানুষ একটু স্বচ্ছন্দ জীবনের খোঁজে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন।


২০২২ সালের জানুয়ারির একটি ঘটনা মনে পড়ছে। সে সময় চার সদস্যের একটি ভারতীয় পরিবার অবৈধভাবে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারায়। তারা যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে মাত্র ৪০ ফুট দূরে তুষারের মধ্যে পড়ে জমে গিয়ে মারা যায়।


ভারতের অপেক্ষাকৃত সমৃদ্ধ রাজ্য গুজরাটের একটি বড় শহরের একটি বাড়ির মালিক হয়েও দুই সন্তান নিয়ে শিক্ষিত দম্পতি এই বেপরোয়া যাত্রায় অংশ নিয়েছিলেন। এমন একটি স্বচ্ছল পরিবার এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে যাওয়ার ঘটনা অনেককে অবাক করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও