সব সরকারি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে কুয়েট ও চুয়েট তাদের আলাদা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একইভাবে রুয়েটও এককভাবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তবে এ সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তি এড়াতে প্রকৌশল গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর এককভাবে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। সার্বিক বিবেচনায় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ১ ডিসেম্বর ২০২৪ তারিখে গুচ্ছভুক্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সব সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।