গুজব ছড়ানোর পরিণতি ভয়াবহ
গুজব অর্থ এমন তথ্য ছড়ানো, যার কোনো ভিত্তি নেই। গুজব বিভিন্ন ধরনের হতে পারে। একটি হলো, উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত কোনো বিষয়, ঘটনা বা তথ্যের বানোয়াট, অমূলক ও বিকৃত বর্ণনা করা। এটি বড় পরিসরের গুজব। এর সঙ্গে প্রচণ্ডভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্টতা থাকে।
পৃথিবীতে গুজববান্ধব কিছু দেশ আছে। যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুজব ছড়িয়ে থাকে। মূলত তারা কয়েক প্রজন্ম ধরে মারাত্মকভাবে গুজব উপসর্গে আক্রান্ত। তাই গুজব দিয়ে অন্যদের ওপর আক্রমণ করে। আমাদের দেশের মানুষের মধ্যেও গুজব প্রবণতা কম নয়। তবে সেটা ঘরোয়া পর্যায়ের। কখনো কখনো জাতীয় পর্যায়েও চলে যায়।
- ট্যাগ:
- মতামত
- গুজব
- গুজব ছড়ানো
- মিথ্যা গুজব