You have reached your daily news limit

Please log in to continue


বড় পর্দায় অপূর্ব, তবে…

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। রয়েছে দুই বাংলাতেই জনপ্রিয়তা। তবে বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। এবারও বড় পর্দার খবর নিয়ে হাজির হয়েছেন অপূর্ব।

তবে দেশে নয়, দেশের বাইরের সিনেমার খবর নিয়ে এসেছেন তিনি। সামনে টালিউডের সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আসছেন তিনি। কলকাতায় তার অভিনীত সিনেমার নাম ‘চালচিত্র’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক।যেখানে রহস্যময় হাসিতে নেটিজেনদের নজর কেড়েছেন অপূর্ব।

সিনেমাটি নির্মাণ করেছেন প্রতীম ডি গুপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।

পোস্টারে একক ও অন্য রকম আবহে তুলে ধরা হয়েছে অপূর্বকে। পোস্টারটি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘চালচিত্র’।

সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব আগেই বলেছিলেন, গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরো বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন