ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২৯৮ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সোমবার সকাল পৌনে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
এদিন সকালে ঢাকার পাঁচ এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
৪১২ একিউআই স্কোর নিয়ে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মহাখালীর আইসিডিডিআরবি এলাকায়। এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (৩৮০), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৩৭৪), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৩৬০), আগাখান একাডেমী (৩৫৬)। একিউআই স্কোর ৩০১-এর বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।
সোমবার সকালে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (৩৪৬)।