অন্নপূর্ণা এতটা পরীক্ষা নেবে ভাবিনি: বাবর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ১৪:০৭

তুষার ধস ও ঝড়ের মধ্যে যেমন পড়েছেন, তেমনই যাত্রাপথে বাধার মুখে সহযাত্রীদের পিছুটানও দেখেছেন। সব মিলিয়ে অন্নপূর্ণা-১ চূড়ায় পৌঁছানোর লড়াইটি এভারেস্ট চূড়ায় ওঠার চেয়েও কঠিন ঠেকছিল বাবর আলীর কাছে।


আগেই ধারণা ছিল, নেপালের এই রূপসী কন্যাকে জয় করা বেশ কঠিন। কিন্তু অন্নপূর্ণা এতটা পরীক্ষা নেবে সেটা ভাবেননি বাবর আলী। ধারণার চেয়ে কঠিন এই লড়াইয়েও জয়ী হয়েছেন বাংলাদেশের এই পবর্তারোহী।


এভারেস্ট ও লোৎসের পর এবার আরোহণ করেছেন অন্নপূর্ণা-১ এ। বাবরই প্রথম কোনো বাংলাদেশি, যিনি ওই পবর্তে আরোহণের নজির গড়লেন। এ নিয়ে বিশ্বের সর্বোচ্চ ১০টি পবর্তের মধ্যে তিনটির চূড়া স্পর্শ হয়েছে তার।


কঠিন ঝুঁকির যাত্রা শেষে ফেরার পথে বাবর নেপালের পোখরা থেকে ফোনে কথা বলেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে। তুলে ধরেছেন অন্নপূর্ণা-১ এর যাত্রাপথ।


বৃহস্পতিবার রাতে যখন বাবর আলীর সাথে কথা হচ্ছিল, তখন তার কণ্ঠের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল কতটা খুশি তিনি।


উত্তর-মধ্য নেপালের পোখরা শহরের উত্তরে কালী গণ্ডকি ও মার্সেয়ান্দি নদীর উপত্যকায় প্রায় ৩০ মাইল দীর্ঘ এক শৈলশিরার নাম অন্নপূর্ণা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও