
হাজার কোটি টাকার ইভিএমের এখন কী হবে?
নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আগেই, আগামীতে আর ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট হবে না। আগের ইসির সময়ে কেনা প্রায় দেড় লাখ ইভিএমের তাহলে কী হবে?
এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু ইভিএম প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গেছে ৯ মাস আগে।
প্রকল্প যেহেতু নেই, তাই এই বিপুল পরিমাণ সরঞ্জাম কোথায় কীভাবে রাখা হবে, কী করা হবে–সেই প্রশ্ন সামনে আসছে।
কমিশন সিদ্ধান্ত নিয়েছে, প্রকল্প কর্তৃপক্ষের কাছ থেকে ইভিএমগুলো বুঝে নেবে ইসি। আপাতত সেগুলো সংরক্ষণ করা হবে। এরপর কী হবে, তা কেউ জানে না।
এ বিষয়ে প্রশ্ন করলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “প্রকল্প তো শেষ। আর প্রত্যেকটা জিনিসেরই একটা লাইফটাইম রয়েছে। হাজার কোটি টাকার ইভিএমের ভবিষ্যত কী হবে এটা সময়ই বলবে।”
ইসির সিদ্ধান্ত অনুযায়ী হস্তান্তরের প্রস্তুতি গুছিয়ে রেখে অপেক্ষা করছে প্রকল্প কর্তৃপক্ষ। এ সংক্রান্ত চারটি কমিটিও কাজ করেছে। কিন্তু সেই কাজে ধীরগতিতে আটকে আছে হস্তান্তর।