
ডোবার পাশে কাটা হাত দেখে গিয়ে বস্তায়-বস্তায় মিলল তিন লাশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে আলাদা বাস্তা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম জানান।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনাস্থল থেকে ওসি বলেন, “স্থানীয়রা প্রথমে একটি বস্তার ভেতর একটি কাটা হাত বের হয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তিনটি বস্তার ভেতর থেকে দুই নারী ও একটি শিশুর খণ্ড-বিখণ্ড লাশ পায়।”
ঘটনাস্থলে এখনো পুলিশ কাজ করছে বলে জানান ওসি শাহীনুর।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বস্তাবন্দি লাশ উদ্ধার