
পুলিশ সপ্তাহে হবে না ঐতিহ্যবাহী প্যারেড, নাগরিক মতে গুরুত্ব
প্রতি বছর জানুয়ারি মাসের শুরুতে ‘পুলিশ সপ্তাহ’ উদযাপন করে বাংলাদেশ পুলিশ। তবে পরিবর্তিত পরিস্থিতে এবার বছরের শুরুতে হয়নি। শেষমেষ আগামী ২৯ এপ্রিল রাজাররাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে পুলিশের সর্ববৃহৎ এ অনুষ্ঠান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ওইদিন বিশেষ দরবার অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ ও রাষ্ট্রপতি পদক পরিয়ে দেবেন তিনি।
প্রতিবার প্যারেডের মাধ্যমে পুলিশ সপ্তাহ উদ্বোধন হলেও এবার তা থাকছে না। এ নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কমিয়ে আনা হয়েছে অনুষ্ঠানের সময়সীমা ও অনুষ্ঠানসূচিও। পাঁচদিনের পরিবর্তে ২৯, ৩০ এপ্রিল ও ১ মে তিন দিনব্যাপী হবে অনুষ্ঠান।
নাগরিক মতবিনিময়ে গুরুত্ব
পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে এরই মধ্যে বৈঠক করেছেন নীতিনির্ধারকরা। এরই ধারাবাহিকতায় আরও বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, প্রথমবারের মতো এবার পুলিশ সপ্তাহে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বাহিনীর নীতিনির্ধারকদের মতবিনিয়ম সভা হবে। সেখানে উঠে আসা মতামত গুরুত্ব পাবে। কেমন পুলিশ দেখতে চান- এমন বিষয় ওই সভায় উঠে আসবে। ১ মে দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পুলিশ সপ্তাহ