You have reached your daily news limit

Please log in to continue


নির্ঝরের কথা-সুরে গাইলেন তিন তারকা

স্থপতি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে গাইলেন দেশের জনপ্রিয় তিন তারকা সংগীতশিল্পী। তারা হলেন, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার ও সায়ান চৌধুরী অর্ণব। তাদের গানগুলো প্রকাশিত হতে যাচ্ছে বাংলাভাষায় অন্যতম বড় মৌলিক গানের সংকলন ‘যেটা আমাদের নিজের মতোন’-এ।

চলতি বছর, গত ৮ জুন এ বিশ্বসাহিত্য কেন্দ্রে শিল্পী, সাংবাদিক এবং বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে ৬৩ গানের এ সংকলনের প্রকাশযাত্রা শুরু করেন নির্ঝর। গানগুলো তৈরি ও প্রকাশ করছে ইকেএনসি (এক নির্ঝর কোলাবরেশানস) ও গানশালা। তারা জানায়, প্রতিষ্ঠিত ও তরুণ ৫৪জন কণ্ঠশিল্পীর কণ্ঠে সাজানো অ্যালবামটিতে এরই মধ্যে প্রকাশিত হয়েছে ৩৫টি গান।

বছরজুড়ে গান প্রকাশের এই যাত্রায় এবার দেশীয় সংগীতের এই তিন জনপ্রিয় তারকা শিল্পীর গানও শোনা যাবে। প্রকাশিত ভিন্নধর্মী গানগুলো এরই মধ্যে সমাদৃত হয়েছে শ্রোতামহলে। শুধু বড়দের নয়, শিশুদের কণ্ঠে ‘অ তে অজগর আসবে কেন তেড়ে’, ‘কোনটা বড়দের’ কিংবা ‘বাঘ বলে মিয়াঁও’-এর মতো গানগুলোও প্রশংসিত হয়েছে শ্রোতাদের কাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন