রাজনীতির উদ্দেশ্য ব্যক্তি বা গোষ্ঠীর আ‍‍র্থিক সমৃদ্ধি হলে কোনো সংস্কারই কাজে লাগবে না

বণিক বার্তা বদিউল আলম মজুমদার প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ১১:২২

ড. বদিউল আলম মজুমদার, ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি একজন অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, রাজনীতি বিশ্লেষক, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ। ‘দ্য হাঙ্গার প্রজেক্ট’-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তিনি কুমিল্লা বা‍র্ডের বো‍র্ড অব গভ‍‍র্নর্সের, টিআইবির উপদেষ্টা পরিষদের এবং ডেনমার্ক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত ‘হাইসাওয়া ফান্ড কোম্পানি’-এর বোর্ড অব ডিরেক্টরসের সদস্য ছিলেন। তিনি জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও নির্বাচন কমিশনের নানা বিষয় নিয়ে কথা বলেন বণিক বার্তায়। সাক্ষাৎকার নিয়েছেন সাবিদিন ইব্রাহিম


নির্বাচনী ব্যবস্থা ও কাঠামো সংস্কার নিয়ে কথা হচ্ছে। আপনি নির্বাচন কমিশন সংস্কারের দায়িত্বে আছেন। সংস্কার নিয়ে কী ভাবছেন?


দীর্ঘদিন ধরেই গণতন্ত্র, সুশাসন ও নির্বাচন নিয়ে কাজ করছি। আমাদের ওপর দায়িত্ব দেয়া হয়েছে যে নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত করা। যাতে এর মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা আরো বেগবান ও সফল হতে পারে। নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়ে বিভিন্ন আইন-কানুন ও বিধি-বিধানের পর্যালোচনা করা, অংশীজনের সঙ্গে আলোচনা, দেশের অতীত অভিজ্ঞতা ও বাংলাদেশের মতো দেশগুলোর অভিজ্ঞতার আলোকে কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করাই আমাদের দায়িত্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও