অটিজম একাডেমি: ৯৪ কোটি খরচের পর প্রকল্প নিয়ে অনিশ্চয়তা
১০ বছরে প্রকল্পে খরচ করা হয়েছে প্রায় ৯৪ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ আছে আড়াই বছর। এ অবস্থায় ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি প্রকল্প (নানড)’ সমাপ্তি ঘোষণার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রকল্পটি বাস্তবায়নকারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর চায় প্রকল্পের বাকি কাজ শেষ করতে। দুই দপ্তরের এমন অবস্থানে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এখন প্রকল্প সমাপ্ত ঘোষণা করা হলে খরচ হওয়া পুরো টাকাই গচ্চা যাবে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি শিশুদের মূলধারায় আনতে ২০১৪ সালের জুলাইয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়। পূর্ণাঙ্গ অটিজম একাডেমি স্থাপন না হলে অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাগ্রস্ত শিশুদের মূল ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ বাধাগ্রস্ত হবে। এ ছাড়া শিক্ষকদের দেওয়া প্রশিক্ষণও তেমন কাজে আসবে না।
সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হাসান মারুফ আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব বিষয় বিচার-বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।