You have reached your daily news limit

Please log in to continue


কবে গতি ফিরবে বিসিএসে?

জুলাই-অগাস্টের আন্দোলন এবং তার তোড়ে রাষ্ট্রক্ষমতায় পট পরিবর্তনের পর সরকারি চাকরিতে ঢোকার সবচেয়ে কাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ পরীক্ষা বিসিএসের কার্যক্রম থমকে আছে।

এর মধ্যে তিনটি- ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস মাঝপথে এসে ঝুলে আছে। আর গত কয়েকবছরের ধারাবাহিকতায় আগামী ৩০ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না তার কোনো আভাস মিলছে না।

আওয়ামী লীগের বিদায়ের পর সরকারের মন্ত্রণালয় থেকে শুরু করে প্রায় সব প্রতিষ্ঠানেই আসছে পরিবর্তন। সেই ধারাবাহিকতায় আংশিক বদলে গেছে বিসিএস পরীক্ষার আয়োজক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন- পিএসসিতে।

তবে পূর্ণাঙ্গ কমিশন না পাওয়া পর্যন্ত এই চার বিসিএস নিয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন ড. মোবাশ্বের মোনেম।

গত ৮ অক্টোবর পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের পর নতুন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়োগ পেয়ে শপথ নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন