তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা : কিছু কথা

কালের কণ্ঠ মো. মোর্শেদ হাসান খান প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ১০:১১

দেশ রূপান্তর পত্রিকায় ১১ অক্টোবরের শিরোনাম ‘জানুয়ারিতে ফিরতে পারেন তারেক’। অনেকের মতো আমার মনেও তারেক রহমানের দেশে ফেরা আশার সঞ্চার করে। নির্দ্বিধায় বলা যায়, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের উপস্থিতি অতীব জরুরি। এর সঙ্গে প্রাসঙ্গিকভাবে আলাপ চলে আসে স্বৈরাচার শেখ হাসিনার কুক্ষিগত বিচার বিভাগ তারেক রহমানের সঙ্গে যে বৈষম্যপূর্ণ আচরণের মাধ্যমে অবিচার করেছে, তার প্রতিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা।


জাতি, রাষ্ট্র এবং জনগণের সংকটে দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা আজও ভুলে যাইনি ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার মাধ্যমে হতাশায় নিমজ্জিত নব্য স্বাধীন বাংলাদেশের পুনর্জাগরণ। তেমনি খালেদা জিয়ার স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রামে জাতিকে একতাবদ্ধ করা। আওয়ামী লীগের বহুল প্রচারিত বাঙালি জাতীয়তাবাদ এবং দেশ বিভাজনের বয়ানের মৃত্যু ঘটেছে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের মাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও