
‘অসন্তুষ্ট বিএনপি’ তুষ্ট হবে কীসে?
একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে ম্যারাথন মিটিং-এর পর তাদের অনুভূতিটা এভাবে স্পষ্ট করলো গণমাধ্যমের সামনে। কেন এমন কঠিন মন্তব্য? আবার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হলো, তার সঙ্গে বিএনপির মন্তব্য মিলে না। তাদের কথা-বিএনপিকে আলোচনাকালে সন্তুষ্টই মনে হয়েছে। তার মানে, বৈঠক থেকে বের হয়ে তারা অসন্তুষ্ট হয়ে গেছে। যে মন্তব্য দেখে মনে হতে পারে, সরকার ও বিএনপির মধ্যে গরমিল তৈরি হতে কয়েক মিনিট সময় নিয়েছে মাত্র।
বৈঠকটা হয়েছিল বিএনপির কিছু প্রস্তাব ও দাবি বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য। উদ্দেশ্য ছিল সন্তোষজনক কোনো ফল নিয়ে তারা হয়তো ঘরে ফিরতে পারবেন। আর এই আশা পূরণ হলে বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়াও অনেক স্বস্তিদায়ক হতে পারতো। বাস্তবতা হচ্ছে-সরকারি ভাষ্য যেমনই হোক না কেন, বিএনপির এই অসন্তুষ্টি বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়াকে আশঙ্কাজনক করে দিচ্ছে।