
তথ্য যাচাইয়ে কাজে লাগতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা
ভুয়া খবর বা ভুল তথ্য সম্মিলিত খবর আসলে কী এবং এগুলো আমাদের সমাজে কী ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে। এটা জানা খুবই গুরুত্বপূর্ণ; এজন্য যে, ভুয়া খবর এখন এ সমাজে একটি অন্যতম মারণাস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সর্বত্রই এ বিষয়ের ওপর আলোচনা হচ্ছে। ভুয়া খবরের বিস্তৃতি এতটাই ডালপালাযুক্ত, এটাকে সাধারণ মানুষের বুদ্ধি বা মেধা ক্ষমতা দিয়ে শনাক্ত এবং সমূলে রোধ করা সময়সাপেক্ষ ব্যাপার।
ভুয়া খবরের উৎসগুলোর মধ্যেও এতটাই শক্তিশালী বন্ধন থাকে, যা সাধারণভাবে বোঝা বা উদ্ঘাটন প্রায় অসম্ভব। তাই এক্ষেত্রে ভুয়া খবরের সূত্র ও তার বিস্তৃতি বন্ধ করতে এবং এর উৎসগুলোর বিরুদ্ধে লড়াই করতে আমরা কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারি, এটি জানা যতটা জরুরি; এর প্রয়োগ সম্পর্কে জানা, তার থেকে বেশি জরুরি। আজকের এ আলোচনা এরই মধ্যে সীমাবদ্ধ রাখার প্রয়াস রাখছি।