আপসকামিতার পথেই কি হাঁটছে অন্তর্বর্তী সরকার?
সংবাদপত্র-সম্পাদকদের সঙ্গে গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনায় তাঁর সরকারের কোনো ভুলত্রুটি চোখে পড়লে তা ধরিয়ে দিতে গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন।
তাঁর এ আহ্বানে উদ্বুদ্ধ হয়ে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তর্বর্তী সরকারের বিগত দুই মাসের কর্মকাণ্ডের কিছু কিছু দিক নিয়ে আশা-নিরাশা মেশানো কিছু পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া এখানে তুলে ধরা হলো। উপস্থাপিত বক্তব্যকে সরকার ইতিবাচক দৃষ্টিকোণ থেকে গ্রহণ করলে সেটি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে তাদের কর্মকাণ্ডের দূরত্ব কমিয়ে আনতে কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করা যায়।