আইফোনে সাইলেন্ট মোড চালু ও বন্ধ করার সহজ নিয়ম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ২২:৩২
আইফোনের সাইলেন্ট মোড নিয়ন্ত্রণ নির্ভর করে, নির্দিষ্ট আইফোনে রিং/সাইলেন্ট সুইচ রয়েছে নাকি অ্যাকশন বাটন।
আর এ দুটি বোতাম যদি কোনো কারণে কাজ না করে, তখনই বা কী করবেন? এ বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক।
রিং/সাইলেন্ট সুইচ না অ্যাকশন বাটন?
এক সময় প্রায় সব আইফোনের পাশে একটি রিং/সাইলেন্ট সুইচ ছিল, যা ব্যবহার করে সহজেই সাইলেন্ট মোড অন অফ করা যায়। তবে, এটি ২০২৩ সালে কিছুটা বদলেছে যখন আইফোন ১৫ প্রো মডেলের সঙ্গে অ্যাপল অ্যাকশন বোতাম নিয়ে আসে। আর এখন তো আইফোন ১৬ সিরিজের সব ফোনেই রয়েছে এ বোতাম।
কেউ যদি না জানেন কোন মডেলের আইফোন রয়েছে, তবে ফোনের বাম দিকে ভলিউম বোতামের ওপরে দেখুন। সামনে পেছনে যেতে পারে এমন ছোট সুইচ থাকলে সেটি রিং/সাইলেন্ট সুইচ। আর সুইচের বদলে ছোট বোতাম থাকলে সেটি অ্যাকশন বোতাম।