খেলনার দুনিয়ায় নতুন যুগ: ‘স্মার্ট ব্রিক’ দেখাল লেগো
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩১
প্রথমবারের মতো স্মার্ট ব্রিক বা খেলনা ব্লক বাজারে আনছে ডেনিশ খেলনা প্রস্তুতকারক কোম্পানি লেগো। এসব ব্লককে গত কয়েক দশকের মধ্যে নিজেদের ‘সবচেয়ে বড় উদ্ভাবন’ হিসেবে বর্ণনা করেছে কোম্পানিটি।
নতুন এসব ব্লক দেখতে হুবহু সাধারণ ব্লকের মতোই এবং অন্যান্য ব্লকের মতো একটির ওপর আরেকটি গেঁথে দেওয়া যায়। এর ভেতরে থাকা উন্নত ইলেকট্রনিক্স প্রযুক্তি অন্য স্মার্ট ব্লক ও মিনিফিগারের উপস্থিতি টের পায় এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন শব্দ বা আলোর ঝলকানি তৈরি করে খেলার অভিজ্ঞতাকে জীবন্ত করে তোলে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
গোটা বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানি যেখানে নিজেদের নতুন সব উদ্ভাবনের প্রদর্শন করে সেই ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো’ বা সিইএস ২০২৬ মেলায় নিজেদের এ প্রযুক্তিটি সবার সামনে এনেছে লেগো।