ইনটেলের নতুন চিপ নিয়ে এল স্যামসাংয়ের ৩ ল্যাপটপ
বিশালাকার টিভি, কমপ্যাক্ট প্রজেক্টর ও ট্রাইফোল্ড ডিভাইসের পাশাপাশি বিশ্বের অন্যতম প্রযুক্তি মেলা সিইএস ২০২৬-এ ল্যাপটপের নতুন সিরিজও উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার বহুজাগতিক কোম্পানি স্যামসাং।
কোম্পানিটি বলেছে, তিনটি নতুন ল্যাপটপে এমন সব ফিচারের ওপর গুরুত্ব দিয়েছে তারা, যা গ্রাহকরা সাধারণত নিজেদের পরবর্তী ল্যাপটপে পেতে চাইবেন। এতে থাকছে ইনটেলের সর্বশেষ চিপসেট, আগের চেয়ে আরও পরিচ্ছন্ন ডিজাইন ও এক চার্জে পুরো একদিনের বেশি সময় চলবে এমন ব্যাটারি।
‘গ্যালাক্সি বুক ৬ আল্ট্রা’, ‘গ্যালাক্সি বুক ৬ প্রো’ ও ‘গ্যালাক্সি বুক ৬’ নামে নিজেদের তিনটি নতুন ল্যাপটপ উন্মোচন করেছে স্যামসাং। এসব ল্যাপটপ ওজনে বেশ হালকা ও পাতলা বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
‘গ্যালাক্সি বুক ৬ আল্ট্রা’
এসব ল্যাপটপে বিশেষভাবে তৈরি ইনটেলের সর্বশেষ ‘প্যান্থার লেক’ নামের প্রসেসর ব্যবহার করেছে স্যামসাং। ১৬ ইঞ্চির গ্যালাক্সি বুক ৬ আল্ট্রা ল্যাপটপটিতে সর্বোচ্চ ‘কোর আল্ট্রা এক্স ৯’ প্রসেসর ব্যবহার করেছে কোম্পানিটি। ল্যাপটপটি ১৫.৪ মিলিমিটার পুরু।
ল্যাপটপটিতে বড় ধরনের পারফরম্যান্স উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে স্যামসাং, যার মধ্যে রয়েছে নতুন পঞ্চম প্রজন্মের ‘এনপিইউ’, ইনটেল আর্ক গ্রাফিক্স ও এনভিডিয়ার আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ।