রয়্যাল এনফিল্ড নাকি হার্লে ডেভিডসন, কোনটি আপনার জন্য ভালো

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩০

হার্লে ডেভিডসন সম্প্রতি তাদের নতুন এক্স৪৪০ টি লঞ্চ করেছে, যা ৪০০সিসি বাইক সেগমেন্টে নতুন দিশা দেখাচ্ছে। এদিকে রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ বহু বছর ধরে এই সেগমেন্টে জনপ্রিয়। জিএসটি ২.০-এরপর ক্ল্যাসিক ৩৫০-এর দাম আরও কমে গেছে।


দুটি বাইকেরই রেট্রো লুক থাকলেও তাদের স্টাইলিং ভিন্ন। ক্ল্যাসিক ৩৫০ আরও রেট্রো এবং সাধারণ ডিজাইন নিয়ে আসে, যেখানে হার্লে এক্স৪৪০ টি একটি আধুনিক ডিজাইন এবং নতুন বৈশিষ্ট্যের সঙ্গে রেট্রো লুককে একত্রিত করেছে। এর পারফরম্যান্স, দাম, বৈশিষ্ট্য জানা থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, কোনটি আপনার জন্য ভালো হবে। আসুন জেনে নেওয়া যাক সেসব-


পারফরম্যান্স
হার্লে এক্স৪৪০ টি-তে ৪৪০সিসি ইঞ্জিন রয়েছে, যা ২৭ এইচপি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন করে। এটি ৬-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এবং কম আরপিএম-এও শক্তিশালী টর্ক দেয়, ফলে হাইওয়েতে মসৃণ এবং দ্রুত রাইডের অভিজ্ঞতা পাওয়া যায়। ক্ল্যাসিক ৩৫০-তে ৩৪৯সিসি ইঞ্জিন রয়েছে, যা ২০.২ এইচপি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এটি ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে আসে এবং শহরের ট্রাফিকের মধ্যে আরামদায়ক হলেও হাইওয়েতে হার্লে-এর মতো শক্তিশালী মনে হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও