চাইলে আপনার জি-মেইল অ্যাকাউন্টের নাম বদলাতে পারবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১৫:০০

নতুন বছরকে সামনে রেখে গুগল জি-মেইলে এমন একটি পরিবর্তনের কথা ভাবছে, যা এর আগে কখনো দেখা যায়নি। সাধারণত জি-মেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ইউজারনেম আর পরিবর্তন করা যেত না। নতুন নাম দরকার হলেই নতুন ই-মেইল অ্যাকাউন্ট খুলতে হতো। কিন্তু এবার গুগল সেই পুরোনো নিয়মেই বড় বদল আনতে চলেছে।


এই নতুন ফিচার চালু হলে, গুগল অ্যাকাউন্ট সেটিংসে গিয়েই @gmail.com-এর আগে থাকা অংশটি পরিবর্তন করা যাবে। অর্থাৎ, পুরোনো ই-মেইল ঠিকানা বদলে নতুন নাম ব্যবহার করলেও, দুই ঠিকানাতেই পাঠানো মেইল আসবে একই ইনবক্সে। ফলে আলাদা করে সবাইকে নতুন ই-মেইল আইডি জানানোর ঝামেলাও আর থাকবে না। অফিস বা গুরুত্বপূর্ণ কাজেও আগের ঠিকানাটি ঠিকঠাক কাজ করবে।


উদাহরণ হিসেবে ধরা যাক আপনার আগের ই-মেইল ছিল [email protected]। আপনি সেটি বদলে করলেন [email protected]। এই দুই ঠিকানার যে কোনো একটিতে মেল করলেও তা পৌঁছে যাবে একই ইনবক্সে। এতদিন পর্যন্ত জি-মেইলে এমন সুযোগ ছিল না।


তবে এই সুবিধা সীমাহীন নয়। ব্যবহারকারীরা বছরে মাত্র একবার এবং পুরো অ্যাকাউন্টের সময়কালে সর্বোচ্চ তিনবার ই-মেইল আইডি পরিবর্তন করতে পারবেন। তাই প্রয়োজন ছাড়া ঘনঘন বদলের সুযোগ নেই। অর্থাৎ, যে কোনো পরিবর্তনের আগে ভালোভাবে ভাবতে হবে। সব মিলিয়ে এই নতুন ফিচার জি-মেইল ব্যবহারের অভিজ্ঞতায় বড় ধরনের সুবিধা এনে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও