সান ফ্রান্সিসকোতে রোবোট্যাক্সি নামাচ্ছে উবার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩২

উবার তাদের বৈশ্বিক রাইড-শেয়ার প্ল্যাটফর্মে যুক্ত করতে যাচ্ছে নতুন প্রজন্মের কাস্টম রোবোট্যাক্সি। সোমবার লাস ভেগাসে এই স্বচালিত যান উন্মোচন করে প্রতিষ্ঠানটি। গুগল-মালিকানাধীন ওয়েমোর ঘাঁটি সান ফ্রান্সিসকো থেকেই রোবোট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা করেছে উবার।


এই রোবোট্যাক্সি তৈরি হচ্ছে স্বচালিত যান প্রযুক্তি প্রতিষ্ঠান নুরো (Nuro) ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা লুসিডের (Lucid) যৌথ উদ্যোগে। পুরো প্ল্যাটফর্মটি পরিচালিত হবে বিশ্বখ্যাত এআই চিপ নির্মাতা এনভিডিয়ার প্রযুক্তিতে।


গত বছর উবার ও এনভিডিয়া ২০২৭ সাল থেকে ধাপে ধাপে এক লাখ রোবোট্যাক্সি মোতায়েনের লক্ষ্যে কৌশলগত অংশীদারত্ব ঘোষণা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও