জ্বালানির দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে
সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ব্যাপকভাবে হ্রাস পাওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ফলে তেল উৎপাদনকারী দেশগুলোর বিপণন ব্যবস্থায় অস্থিরতা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যভিত্তিক ১২টি দেশের সমন্বয়ে গঠিত সংস্থা অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যাপক মূল্যহ্রাসের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।
সংস্থাটি মনে করছে, ২০২৪-২০২৫ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা আরও কমতে পারে। গত ১১ সেপ্টেম্বর বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ৬৭ দশমিক ৬৮ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। অচিরেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার বা এরও নিচে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালের পর বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম আর কখনোই ৭০ ডলারের নিচে নামেনি। এমনকি গত এপ্রিলেও আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ৯০ ডলারে বিক্রি হচ্ছিল।