You have reached your daily news limit

Please log in to continue


ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে নজর দেবেন কি

গত ১১ আগস্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যানজটে আটকা পড়ে আছেন। এ দৃশ্য সত্যি আমাদের আশাবাদী করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে দাবি উঠেছে, তা যে ড. মুহাম্মদ ইউনূস অনুধাবন করতে পেরেছেন, এ ছবি তারই প্রমাণ। সভ্য সমাজে সব নাগরিক সমান। সেখানে কেউ ভিআইপি সুবিধা পেতে পারেন না। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার এ যেন কেবল শুরু। আমরা আশা করব, রাষ্ট্রপতিও রাস্তায় বের হলে জনসাধারণের চলাচলের পথ আর বন্ধ করবেন না। ভবিষ্যতে যারা প্রধানমন্ত্রী/রাষ্ট্রপতি হবেন, তারাও এ পদাঙ্ক অনুসরণ করবেন। আমরা একই সঙ্গে ভিআইপি বিধি বাতিল করার দাবি জানাচ্ছি।

এরই মধ্যে সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে। ছয়জন বিশিষ্ট নাগরিককে এ কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেয়া হয়েছে। সংস্কারের ক্ষেত্রগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান। তিন মাসের মধ্যে সংস্কার পরিকল্পনা সম্পন্ন করার কথা রয়েছে। আমরা সরকারের এ সংস্কার কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানাই। এর সঙ্গে আমরা কিছু কথা যোগ করতে চাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন