ড. ইউনূসের ‘মেগাফোন কূটনীতি’ ভারতের অস্বস্তি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন। এই সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে। একদিকে যখন শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ভেতরে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এখন কী অবস্থায় আছে, তা বিশ্লেষণ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক আনবারাসান এথিরাজান।


তিনি লিখেছেন, শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয়। তাঁর ১৫ বছরের শাসনামলে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল। তিনি ক্ষমতায় থাকার সময় ভারতের নিরাপত্তার জন্যও সুবিধাজনক ছিল, কারণ তিনি বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারতবিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্তবিরোধ নিষ্পত্তি করেছিলেন। কিন্তু বর্তমানে ভারতে তাঁর অবস্থান নেওয়া এবং তিনি সেখানে কত দিন থাকবেন, সে বিষয়টি দুই দেশের দৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও